কলকাতা, ১৮ এপ্রিল:- লোকসভা ভোটের প্রথম দফায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দিল নির্বাচন কমিশন। আগামীকাল, কোচবিহার কেন্দ্রে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। উদয়ন গুহ ওই দিন নিজের বিধানসভা কেন্দ্র দিনহাটার বাইরে বের হতে পারবেন না বলে নির্বাচন কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে।
আগামীকাল সকাল ৭ টা থেকে সন্ধে ছটা পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। ওই সময় পর্যন্ত এই নিয়ন্ত্রণ কার্যকর থাকবে। কোচবিহার জেল নির্বাচনী আধিকারিক এর কাছে কমিশনের নির্দেশ পাঠানো হয়েছে। উল্লেখ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক কমিশনের কাছে উদয়ন গুহর কার্যকলাপ নিয়ে আপত্তি জানিয়ে তাঁর গতিবিধি নিয়ন্ত্রণের আবেদন জানিয়েছিলেন।