এই মুহূর্তে কলকাতা

ভোট প্রচারে হেলিকপ্টার ব্যবহারে ১২৭টি আবেদনের মধ্যে তৃণমূলেরই ১১৬ টি।


কলকাতা, ১০ এপ্রিল:- নির্বাচন কমিশন লোকসভা ভোটের প্রচারে হেলিকপ্টার ব্যবহারের প্রবণতা বাড়ছে। নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান থেকে এই তথ্য সামনে এসেছে। নির্বাচন কমিশন জানাচ্ছে, লোকসভা ভোট প্রচারে হেলিকপ্টার ব্যবহারের এপর্যন্ত মোট ১২৭টি আবেদন এসেছে। এর মধ্যে তৃণমূল কংগ্রেসের তরফে ১১৬টি আবেদন জমা পড়েছে। বিজেপি’র তরফে এখনও পর্যন্ত হেলিকপ্টার ব্যবহারের ৭টি আবেদন জমা পড়েছে। লোকসভা ভোটের প্রচার ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে। তৃণমূল-বিজেপি সহ সমস্ত দলের নেতা-নেত্রীরা ছুটে বেড়াচ্ছেন রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্তে। সময় বাঁচাতে ভোট প্রচারে হেলিকপ্টারেরে কদর বাড়ছে। তবে হেলিকপ্টারের ব্যবহারের ওপর কমিশন কড়া নজর রাখছে।

ভোটের প্রচারের জন্য হেলিকপ্টার ব্যবহার করতে গেলে কমিশনের কাছ থেকে আগাম অনুমতি নেওয়া বাধ্যতামূলক। কোথাও হেলিপ্যাড তৈরি করতে গেলেও তার অনুমোদন নিতে হবে। কার জন্য কোথায় হেলিকপ্টার ব্যবহার করছে, তার পুঙ্খানুপুঙ্খ হিসাব রাখা হচ্ছে। হেলিকপ্টারে করে নগদ টাকা, মাদক কিংবা অন্য কোনও নিষিদ্ধ বস্তু নিয়ে যাওয়া হচ্ছে কি না, তার উপর নজর রাখতে আবগারি, শুল্ক এবং ইনকাম ট্যাক্স বিভাগকে সতর্ক করে দেওয়া হয়েছে। কোনও বিমানবন্দরে হেলিকপ্টার নামালে সেখানেও নজর রাখা হবে। প্রয়োজনে হেলিকপ্টারেও তল্লাশি চালানো হবে বলে কমিশন জানিয়েছে।