হুগলি, ২৯ মার্চ:- হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় আজ পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে প্রচার করেন।প্রথমে মহেশপুর গ্রামে হুডখোলা গাড়িতে জনসংযোগ করেন।এরপর আমদাবাদ গ্রামে কালীমন্দিরে পুজো দেন। শংকরবাটি জারুরা এ্যারেঙ্গা হয়ে দোগাছিয়া পর্যন্ত চলে তার প্রচার। পথে সাধারন মানুষ তাকে দেখার জন্য ভীর করে। কখনো হাত মিলিয়ে কখনো হাত জোর করে শুভেচ্ছা গ্রহন করেন তৃনমূলের তারকা প্রার্থী। রচনা বন্দ্যোপাধ্যায়ে প্রাক্তন স্বামী ওড়িয়া সিনেমার এক সময়ের সুপারস্টার সিদ্ধান্ত মহান্তি বিজেডি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি বিজেপি প্রার্থী হতে পারেন। এই খবর শুনে রচনা বলেন,আমার অনেক শুভেচ্ছা তাকে।
তিনি বিজেপির বিরুদ্ধে লড়াই এ নেমেছেন তার প্রাক্তন স্বামী সেই বিজেপিতেই যোগ দেওয়ায় রচনা আরও বলেন, আমি দিদির সঙ্গে আছি দিদির পাশে আছি। পশ্চিমবঙ্গের যাতে উন্নতি হয় আমি তার জন্য লড়াই করছি।এখন আমি হুগলি বাসীর কথা বলব এখন আমি হুগলিতে এসেছি তাই হুগলির কথাই বলব।হুগলির উন্নয়ন করব।তারপর কে কোথায় যাচ্ছে কে কোথায় যোগদান করছে কে কি বলে বেরাচ্ছে এত ভাবার আর বলার সময় নেই। প্রচন্ড গরমে সকাল থেকে প্রচার করছেন। রচনা বলেন,খুব গরম লাগছে ঠিকই তাই একটু ফল ডাবের জল খাচ্ছি।হালকা ফুলকা খাবার খাচ্ছি জল বেশি খাচ্ছি। ত্বক ও চুলের যত্নের ব্যাপারে বলেন,দুমাসের জন্য অত ভাবলে হবে না দুমাস পর সব যত্ন নেব।