হাওড়া, ১৮ মার্চ:- স্কুলে ‘দুষ্টুমি’ করার অপরাধে প্রিপের্টারি ক্লাসের পড়ুয়া এক ছাত্রীকে গালে ‘থাপ্পড়’ মারার অভিযোগ উঠেছে ক্লাস টিচারের বিরুদ্ধে। সোমবার সকালে এই ঘটনায় মধ্য হাওড়ার একটি নামী বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযুক্ত ওই শিক্ষিকার বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন ছাত্রীর পরিবার। জানা গেছে, সোমবার সকালে স্কুলে এসেছিল ওই শিশু পড়ুয়া। ক্লাসে ‘দুষ্টুমি’ করায় ক্লাস টিচার তার গালে ‘থাপ্পড়’ মারেন বলে অভিযোগ।
ছাত্রীর পরিবারের দাবি, এতে ওই শিশুর গালে পাঁচ আঙুলের দাগ বসে যায়। তাকে পরিবারের লোকজন চিকিৎসকের কাছে নিয়ে যান। ছাত্রীর পরিবারের দাবি তোলেন, অবিলম্বে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে স্কুলকে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। স্কুল কর্তৃপক্ষ পরিবারের কাছে ঘটনার জন্য দু:খপ্রকাশ করে বলে ছাত্রীর পরিবার সূত্রে দাবি করা হয়েছে।