সুদীপ দাস,৯ এপ্রিল:- ভিডিও কলিং-এর মাধ্যমে পড়াশুনার পর করোনা পরিস্থিতিতে চালু হলো ভিডিও কলিং-এর মাধ্যমে চিকিৎসা। চিকিৎসার পরিভাষায় এই প্রযুক্তি ভিত্তিক এই পরিষেবার নাম টেলি-কনস্যাল্টেশন বা টেলি-মেডিসিন। লকডাউনের মত পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যাবস্থায় এহেন পরিষেবার জুড়ি মেলা ভার। হুগলি জেলায় সম্ভাব্য প্রথম এই পরিষেবাই চালু হলো চুঁচুড়ায়। চুঁচুড়া স্টেশন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে গুডডেজ্ ডায়গনস্টিক এন্ড ফার্মেসী চালু করলো টেলি-মেডিসিন ব্যাবস্থা। সংস্থার কর্নধার ডাঃ দেবরাজ ঘোষ বলেন একে তো করোনা আতঙ্ক, তারউপর চলছে লকডাউন। এই দু’য়ের জেরে বাড়িতে কারোর শারিরীক সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ পাওয়া কঠিন হয়ে উঠেছে। কঠিন পরিস্থিতিতে রাস্তাঘাটে গাড়ি-ঘোড়া পাওয়া যেমন সমস্যা তেমনই করোনা আতঙ্কে অনেক জায়গাতেই চিকিৎসকদের চেম্বারও থাকছে বন্ধ। সেকথা চিন্তা করেই দেবরাজবাবু টেলি মেডিসিনের পরিষেবা চালু করলেন। এই পরিষেবা পেতে আপনার কাছে ইন্টারনেট সহ একটি স্মার্ট ফোন থাকলেই হবে।
সেই ফোন থেকে 9432424142-এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি hi বলে মেসেজ পাঠালেই ডাক্তারের অ্যাপয়েনমেন্ট পেতে আপনাকে কি করতে হবে তার বিস্তারিত আপনার হোয়াটসঅ্যাপে চলে আসবে। এছাড়া ওই নাম্বারে আপনি ফোনও করতে পারেন। ফোন করলে আপনার রুগীর নাম, বয়স, কি সমস্যা, আগে ডাক্তার দেখিয়েছেন কি না ইত্যাদি-ইত্যাদি জেনে নেওয়া হবে। কতক্ষন পর আপনি ডাক্তারের সাথে কথা বলতে পারবেন তাও আপনাকে জানিয়ে দেওয়া হবে। ঠিক সেই সময়ে আপনার মোবাইলের ডাটা অন করে রাখতে হবে। সময়মত আপনার মোবাইলে ভিডিও কল আসবে। আপনি সেই ভিডিও কলে ডাক্তারের সাথে কথা বলতে পারবেন পাশাপাশি দরকার হলে মোবাইল ঘুড়িয়ে রুগীকেও একঝলক দেখিয়ে দিতে পারবেন। কথা হয়ে গেলেই কল কেটে যাবে। কিছুক্ষনের মাধ্যেই গুডডেজ থেকে আপনার হোয়াটসঅ্যাপে প্রেসক্রিপশনের পিডিএফ কপি চলে আসবে। আপনার নিকটবর্তী দোকান থেকে সেই ওষুধ সংগ্রহ করে নেবেন। আপনি চাইলে গুডডেজে এসে চিকিৎসকের ফিজ দেওয়ার পাশাপাশি প্রেসক্রিপশনের হার্ড কপি সংগ্রহ করতে পারেন। অথবা আপনার বাড়ি যদি দূরে বা জেলার বাইরে হয় তাহলে বাড়িতে থেকেই মোবাইল পে কিংবা গুডডেজের অ্যাকাউন্টে চিকিৎসকের ফিজ জমা দিতে পারেন। সমগ্র পরিষেবার জন্য চিকিৎসক ন্যার্য ফিজ ছাড়া আপনাকে একটাও অতিরিক্ত পয়সা খরচ করতে হবে না। গুডডেজের কর্নধার দেবরাজবাবু বলেন করোনা মোকাবিলায় লকডাউন পরিস্থিতিতে আমরা সাধারন মানুষের কথা চিন্তা করে এই পরিষেবা চালু করেছি। অন্যদিকে এই পরিষেবা চালু হওয়ায় খুশি জেলাবাসী।Related Articles
চুঁচুড়ায় বিজেপির করে যাওয়া সভাস্থলে গোবর ও গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ তৃণমূলের।
সুদীপ দাস, ৬ মে:- বিজেপির করে যাওয়া সভাস্থলে গোবর, গঙ্গাজল ও পুরোহিতের মন্ত্রোচ্চারনের মধ্য দিয়ে শুদ্ধিকরণ করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। শুক্রবার সকাল ৭টা নাগাদ চুঁচুড়া ঘড়ির মোড়ে এই শুদ্ধিকরণ পুজোপাঠের আয়োজন করা হয়। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রাক্তন পৌরপ্রধান গৌরিকান্ত মুখার্জী সহ হুগলী-চুঁচুড়া পৌরসভার একাধিক কাউন্সিলর ও তৃণমূল নেতা-কর্নীরা। চুঁচুড়ার তৃণমূল […]
রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে পোস্টার হুগলিতে।
হুগলি, ১৭ জুলাই:- রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পোস্টার ব্যানারে ঢাকছে হুগলি জেলা।” বাঙালী জাতির জঞ্জাল শুভেন্দু” এই পোস্টার বন্যার দেখা যাচ্ছে প্রায় হুগলি জেলার সর্বত্র।আর এই পোস্টার বন্যার লাগাচ্ছে বাংলা পক্ষ সংগঠন এর সমর্থকরা। ব্যানারে লেখা রয়েছে wbcs এ বাংলা ভাষায় পরীক্ষা বাধ্যতামূলক হয়েছে। কিন্তু বিজেপির শুভেন্দু অধিকারী বাংলা ভাষায় পরীক্ষা বাধ্যতামূলক হওয়ার […]
আকাশছোঁয়া আলু বীজের দাম , মাথায় হাত আলুচাষিদের।
বাঁকুড়া, ২৯ অক্টোবর:- এই মুহূর্তে বস্তাপ্রতি আলু বীজের দাম ৪০০০ টাকা রীতিমতো মাথায় হাত পড়েছে জেলার আলুচাষিদের। বাঁকুড়া জেলা কৃষিনির্ভর বেশিরভাগ সাধারণ মানুষ চাষবাসের ওপরেই তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। কিন্তু ৫০ কেজি বস্তা আলু বীজের দাম এই মুহূর্তে ৪০০০ টাকা এত দাম দিয়ে বীজ কিনে কিভাবে আলু চাষ করবেন তাই ভেবেই রাতের ঘুম ছুটেছে […]