এই মুহূর্তে কলকাতা

হিডকোর এমডি হলেন সঞ্জয় বনসাল।

কলকাতা, ১৯ ফেব্রুয়ারি:- হিডকোর এমডি হলেন সঞ্জয় বনসাল। এটি তাঁর অতিরিক্ত দায়িত্ব। এতদিন দেবাশীষ সেন এই দায়িত্ব পালন করছিলেন। সঞ্জয় বনসল কে পুরো ও নগর উন্নয়ন দপ্তরের সচিবের দায়িত্ব ও দেওয়া হয়েছে। এই দপ্তর টিও অনগ্রসর কল্যাণ দপ্তরের সচিব পদের সঙ্গে তাঁকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দেওয়া হয়েছে। রোশনি সেন কে পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর করা হলো।

তিনি পরিবেশ এবং মৎস্য দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবের দায়িত্বের পাশাপাশি পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের অতিরিক্ত দায়িত্ব দেয়া হলো। পুরো ও নগর উন্নয়ন দপ্তরের প্রধান সচিব খলিল আহমেদকে পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তরের প্রধান সচিব করা হলো। ১৯৯৮ এর আইএএস নিলম মিনা কে ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রধান সচিব করা হলো। এই দপ্তরটি এতদিন দেখতেন রোশনি সেন। অভিনব চন্দ্র কে ইনস্টিটিউট অফ এনভায়রন মেন্টাল স্টাডিজ অ্যান্ড ম্যানেজমেন্টের অধিকর্তা করা হলো।