হাওড়া,৮ এপ্রিল:- করোনা সতর্কতা হিসাবে হাওড়ার ডোমজুড় বিধানসভা এলাকার সর্বত্র আজ থেকে স্যানিটাইজেশনের কাজ শুরু হল। রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গোটা এলাকা জীবাণুমুক্ত করার কাজ করা হচ্ছে। আজ জগদীশপুর বাজার বিডিও অফিসের সামনে থেকে স্যানিটাইজেশনের কাজ শুরু হয়। আগামী তিন চারদিনের মধ্যে সব ঘরবাড়ি, বাজার, দোকানপাট, স্বাস্থ্যকেন্দ্র জীবাণুমুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ডোমজুড় বিধানসভা এলাকার সব রাস্তাঘাট, দোকানপাট, ঘরবাড়ি, স্বাস্থ্যকেন্দ্র, উপ স্বাস্থ্যকেন্দ্র আমরা জীবাণুমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। আজ বুধবার থেকে আগামী তিন চারদিন এই কাজ করব। কোথাও কাজ বাকি রাখা হবে না। ইমপোর্টেড মেশিনের সাহায্যে পুরো বাজার, জনবহুল জায়গা সবই আজকে জীবাণুমুক্ত করা হচ্ছে। চেষ্টার কোনও ত্রুটি থাকবে না। মানুষ যাতে সুস্থ থাকে নিরাপদে থাকে তারজন্য সব ব্যবস্থা করব।