কলকাতা, ২৯ ডিসেম্বর:- রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে স্বাস্থ্য দফতর বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে নার্স নিয়োগ করতে চলেছে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ পর্ষদকে এই নিয়োগ পরিচালনার দ্বায়িত্ব দেওয়া হয়েছে। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। স্বাস্থ্য সূত্রে জানা গেছে এই স্টাফ নার্স নিয়োগের ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। সেক্ষেত্রে এই ধরনের কাজের অভিজ্ঞতা থাকলে তার বাড়তি গুরুত্ব দেওয়া হবে। স্বাস্থ্য দফতরের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, অন্য রাজ্য থেকে কেউ এই পরীক্ষায় আবেদন করতে পারবেন না। বিজ্ঞপ্তি ও আবেদন সংক্রান্ত য়াবতীয় তথ্য স্বাস্থ্য দফতরের অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
রাজ্যে ৬ হাজার ১১৪টি শূন্যপদে এই স্টাফ নার্স নিয়োগ করা হবে। আগামী বছরের মাঝামাঝি এই নিয়োগ প্রক্রিয়া শেষ হবে বলে জানা গিয়েছে। স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, যে স্টাফ নার্স নিয়োগ করা হবে, সেটি গ্রেড টু ক্যাটাগরির। ১৮ বছরের বেশি প্রার্থীরা এই পরীক্ষায় আবেদন করতে পারবেন। তবে পরীক্ষার্থীদের বয়সসীমা ৩৯ বছরের বেশি হলে চলবে না। অনলাইনের মাধ্যমে বয়সের প্রমাণপত্র দাখিল করা যাবে। নিয়ম অনুযায়ী, যে পরীক্ষার্থীরা আবেদন করবেন, তাঁদের স্টেট নার্সিং কাউন্সিলের অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি থাকতে হবে। ইচ্ছুক প্রার্থীদের কাছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি পরীক্ষার্থীদের বাংলা ও নেপালি বলতে ও লিখতে জানতে হবে। স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, যাদের নিয়োগ করা হবে, তাঁরা ২৯৮০০ টাকা করে বেতন পাবেন।