কলকাতা, ২৯ ডিসেম্বর:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য এস এস কে এম হাসপাতালে যান। তিনি জানান, রুটিন চেক আপের জন্যই হাসপাতালে এসেছেন তিনি। এদিন উডবার্নে প্রবেশ করার মুখে মুখ্যমন্ত্রী জানান তাঁর কিছু এক্স-রে, ইসিজি জাতীয় সাধারণ পরীক্ষা নিরীক্ষার কারণে তাঁকে হাসপাতালে আসতে হয়েছে।
উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনের প্রচারে উত্তরবঙ্গে থাকার সময় কপ্টার থেকে জরুরি অবতরণের সময় পায়ে চোট পান মুখ্যমন্ত্রী। তারপর থেকে নিয়মিত তাঁর চিকিৎসা চলছে। পায়ে অস্ত্রোপচারও করতে হয়েছে।