এই মুহূর্তে জেলা

বিদ্যুৎপৃষ্ট হয়ে চার লুপ্তপ্রায় পাখির মৃত্যু, তড়িঘড়ি ব্যবস্থা বিদ্যুৎ দপ্তরের।


হুগলি, ২৫ ডিসেম্বর:- আজ সকালে বৈদ্যবাটি ১১ নম্বর রেল গেটের পশ্চিম পারে হঠাৎই ২ তো পাখি কে ওপর থেকে পড়ে যেতে দেখে স্থানীয়রা। কি কারণে সেগুলো পরে গেলো তারা বুজে উঠতে পারিনি। পরে ওই জায়গায় আবারও ২ টি পাখিকে ওপর থেকে পড়তে দেখা যায়। স্থানীয়দের অভিযোগ মাঝে মধ্যেই সেখানে কাক, পায়রা, শালিক, চড়ুই পাখি মরে পরে থাকতে দেখা যায়। এর পরে স্থানীয়রা শেওরাফুলি ফাঁড়িতে খবর দেয়। পুলিশ দ্রুত সেখানে বিদ্যুৎ দফতরের কর্মীদের পাঠিয়ে বিষয়টি খতিয়ে দেখে পরে বিদ্যুৎ তারের সঙ্গে যে সব ডাল লেগে আছে সেগুলোর ছাটানোর বেবস্থা করে। স্থানীয় এক বাসিন্দা বলেন আজ সকাল থেকেই হঠাৎ করে দেখি চারটে পাখি এরম ভাবে মরে পড়ে আছে।

এই পাখিতে এখন দেখাই যায় না। এখানে একটা গাছ আছে তার সঙ্গে তার জড়িয়ে আছে মনে হচ্ছে সেই কারণেই পাখিগুলো বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে। সিএসসিএর সেটা দেখা দরকার এটা শুকনা সময় যদি বর্ষার সময় হতো সেখান থেকে গাছ ভিজে থাকলে যে কোন মানুষের কোন বড়সড়ো দুর্ঘটনা করতে পারতো। অবিলম্বে এর কোন ব্যবস্থা নেওয়া দরকার। সিইএসসি এর এক আধিকারিক দেব কুমার জানান এটা হয়তো গাছের উপর বসে ছিল মেন লাইনের সঙ্গে ঠেকে গেছে, তাই এরকম দুর্ঘটনা ঘটেছে আমি অফিসে জানিয়ে দিয়েছি তাড়াতাড়ি গাছ ছাটানোর ব্যবস্থা করা হবে।