হুগলি,২৩ ডিসেম্বর:- মুখ্যমন্ত্রীর নির্দেশে এই প্রথম ব্যান্ডেল চার্চ কর্তৃপক্ষের সাথে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল শনিবার। চার্চের ফাদারের ঘরে প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক মিতা শুক্লা, এসিপি মৌমিতা দাস ঘোষ, ফাদার জনি, বিধায়ক অসিত মজুমদার, পুরপ্রধান অমিত রায়, সিআইসি (স্বাস্থ্য) জয়দেব অধিকারী সহ ব্যান্ডেল চার্চ সংলগ্ন এলাকার কাউন্সিলরেরা।
বৈঠকে দর্শনার্থীদের নিরাপত্তায় পুলিশ থাকবে বলে ঠিক হয়। পাশাপাশি চুরি, ছিনতাই রুখতে সাদা পোশাকেও পুলিশ থাকবে। চার্চের গেটে এবং বাইরের রাস্তায় ভিড় সামলাবে পুলিশ। চার্চ চত্বর সিসিটিভি-র আওতায় থাকবে। সদর মহকুমা শাসক জানান, পুলিশের পাশাপাশি পুরসভার পক্ষ থেকে বায়ো টয়লেট, স্বাস্থ্য শিবির প্রভৃতির ব্যবস্থা করা হবে। প্রশাসন বড়দিনের উৎসবকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে সদা তৎপর বলে তিনি জানান। ফাদার জনি প্রশাসনের উদ্যোগে খুশি।