কলকাতা, ১২ ডিসেম্বর:- বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের বকেয়া টাকা নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সময় চেয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, প্রধানমন্ত্রী দেখা করার জন্য সময় দিয়েছেন। সব ঠিক থাকলে আগামী সপ্তাহেই দিল্লিতে মুখোমুখি সাক্ষাৎ হবে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর। আগামী ১৯ দিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠক ডেকেছে কংগ্রেস। সোমবারই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে তিনি দিল্লি যাচ্ছেন। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলার বকেয়া নিয়ে বৈঠক কররতে চান তিনি। তার জন্য প্রধানমন্ত্রীর কাছে তিনি সময় চেয়েছেন। এদিন, প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে, ২০ ডিসেন্বর সকাল ১১ টায় বৈঠকের সময় ধার্য করা হয়েছে।
আগামী ১৮,১৯ ও ২০ ডিসেম্বর দিল্লিতেই থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির সফরে তাঁর কী কী পরিকল্পনা আছে, সেই বিষয়ে আগেই জানান মুখ্যমন্ত্রী। মমতা জানিয়েছিলেন, কয়েকজন সংসদেক নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান। বাংলার প্রাপ্য টাকা নিয়ে কথা বলতে চান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘প্রধানমন্ত্রীকে চিঠি লিখে তাঁর কাছে ১৮, ১৯ বা ২০ ডিসেম্বরের মধ্যে যে কোনও এক দিন সাক্ষাতের সময় চেয়েছি। ১০০ দিনের টাকা, বাংলার বাড়ি, গ্রামীণ রাস্তা— এই সমস্ত খাতে বাংলার প্রাপ্য টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। সে নিয়েই কথা বলার আছে। ওরা জিএসটির টাকা তুলে নিয়ে যাচ্ছে বাংলা থেকে। অথচ বাংলার প্রাপ্য সব টাকা বন্ধ করে দিয়েছে। ভাগের টাকা পাচ্ছি না। সে ব্যাপারেই কথা বলব প্রধানমন্ত্রীর সঙ্গে ।’’ নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর সেই চিঠির জবাব এসেছে। প্রধানমন্ত্রী মোদী আগামী সপ্তাহের বুধবারই দেখা করার সময় দিয়েছেন।