হাওড়া, ৬ ডিসেম্বর:- চেন্নাইয়ে ক্যান্সার আক্রান্তের চিকিৎসা করাতে গিয়ে সেখানে দুর্যোগের কবলে পড়ে হাসপাতালে আটকে পড়েছেন হাওড়ার সন্ধ্যাবাজারের একই পরিবারের ছয় সদস্য। অবস্থা এমন পর্যায়ে যে জলমগ্ন অবস্থার দরুন ট্রাকে করে রোগীদের স্থানান্তরিত করতে হচ্ছে।
দু’দিন ধরে কোনওরকমে খাবারের ব্যবস্থা করেছে সেখানকার হাসপাতাল। বুধবার থেকে তাও বন্ধ। ভিডিও কলে সেই শোচনীয় পরিস্থিতির কথা জানিয়েছেন চেন্নাইতে আটকে পড়া পরিবারের সদস্য মহম্মদ আজম খান।