বাঁকুড়া,১০ ডিসেম্বর:- শীত পড়তেই আশার আলো দেখছেন খেজুর গুড় প্রস্তুতকারকরা ।এ মরসুমে এখনও পর্যন্ত সেরকম ঠান্ডা না পড়ায় খেজুর গুড় প্রস্তুতকারকরা কিছুটা হতাশ হয়ে পড়ে কিন্তু গত ২দিন ঠান্ডা পড়তে তারা আশার আলো দেখছেন । কারন ঠান্ডা না পড়লে খেজুর গাছে রস তেমন আসে না, আবার সেই রসে স্বাদ ও গন্ধ তেমন মেলে না । খেজুর গুড় উৎপাদনে বাঁকুড়া জেলার বিশেষ গুরুত্ব রয়েছে ।জেলার বিভিন্ন প্রান্তে বিশেষ করে যে সব এলাকায় প্রচুর খেজুর গাছ রয়েছে সেসব এলাকায় গুড় তৈরীর ভিয়েন বসানো হয় ।স্থানীয় ভাষায় মহল বলা হয় ।
এই মহলের পরিচালককে বলা হয় মহলদার ।শীত পড়ার আগে থেকেই এই সব মহলদাররা খেজুর গাছের আধিক্য এলাকায় হাজির হন ।গাছের মালিকদের সঙ্গে কথা বলে গাছ থেকে রস আহরনের ব্যবস্থা করে ।খেজুর গাছের ডগায় দিকে সরু নল জাতীয় রড ঢুকিয়ে দেওয়া হয় ।নলের মুখে দড়ি বেঁধে মাটির কলসি ঝুলিয়ে দেওয়া হয় ।খেজুর গাছের রস আস্তে আস্তে নি:সারিত হয়ে নল বেয়ে কলসিতে জমা হতে থাকে ।সারা রাত রস জমতে থাকে, সকাল বেলা সেই রস ভর্তি কলসি নামিয়ে আনা হয় ।এভাবে এলাকার বিভিন্ন খেজুর গাছ থেকে রস ভর্তি কলসি এনে বিরাট আকৃতির কড়াইয়ে ঢালা হয় ।আগুনের জ্বালে সেই রস ফুটিয়ে ঘন করা হয়, যা ঠান্ডা হলে গুড়ে পরিনত হয় । বাঁকুড়া জেলার সিমলাপাল, বিক্রমপুর, মোবারকপুর, পোয়াবাগান, প্রভৃতি এলাকায় এরকম বহূ মহল বসে ।পোয়াবাগানে গুড় তৈরিতে ব্যস্ত মহলদার আদিত্য বাউরি জানান শীতের তিন চার মাস ধরে গুড় তৈরী করা যায় । ঠান্ডাতে ভাল গুড় তৈরী হয়, এবছর ঠান্ডা না পড়ায় বেশ চিন্তায় আছি, তবে গত দুদিন ঠান্ডা পড়তে একটু আশা দেখা যাচ্ছে ।না হলে উৎপাদন, চাহিদা সব মার খাবে আর আমরাও দেনায় পড়বো ।Related Articles
বি গার্ডেন এলাকার কুখ্যাত দুষ্কৃতি ‘ঝাবড়ি’ গ্রেপ্তার পুলিশের হাতে। উদ্ধার আগ্নেয়াস্ত্র, কার্তুজ।
হাওড়া, ৫ এপ্রিল:- হাওড়ার এজেসি বোস বোট্যানিক গার্ডেন থানা এলাকার কুখ্যাত দুষ্কৃতি ‘ঝাবড়ি’ গ্রেপ্তার হলো পুলিশের হাতে। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, কার্তুজ। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে স্থানীয় কোলে মার্কেটে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে একটি দেশি পাইপগান ও চারটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ধৃত আনন্দ কুমার তিওয়ারি ওরফে ঝাবড়ি’কে […]
করোনা পরিস্থিতি মাথায় রেখে আগামীকাল থেকে সরকারি স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা।
কলকাতা, ১৯ এপ্রিল:- বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্য সরকার আগামীকাল থেকে সরকারি এবং সরকার পশিত সমস্ত স্কুলে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করেছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ জানিয়েছেন পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত এই ছুটি বহাল থাকবে। উল্লেখ্য করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় রাজ্যের নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলে গত ১২ ফেব্রুয়ারি থেকে পঠন-পাঠন […]
হাওড়ার ধূলাগোড়ে গরুবোঝাই লরি উল্টে দুর্ঘটনা। মৃত ১। জখম ৭ – ৮ জন।
হাওড়া , ২৪ নভেম্বর:- হাওড়ার ধূলাগোড়ে গরুবোঝাই লরি উল্টে দুর্ঘটনা। জানা গেছে, সামনের চাকা ফেটে উল্টে যায় লরিটি। মঙ্গলবার দুপুরে ৬ নং জাতীয় সড়কের খাঁ পাড়া মোড়ে দুপুর সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে। গাড়িটি কলকাতায় যাচ্ছিল। মারা যান এক ব্যক্তি। জখম হন গাড়িতে থাকা বেশ কয়েকজন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। ধূলাগোড় ট্রাফিক পুলিশ সূত্রের […]