হাওড়া, ৫ এপ্রিল:- ‘উষ্ণ জলে পাতিলেবুর রস খান। গরমে ভাল থাকবেন। নিমপাতা, টকদই মাস্ট। সজনে ডাঁটা অত্যন্ত উপকারী। অবশ্যই খেতে হবে হালকা খাবার।’ করোনার থাবা থেকে দূরে থাকতে রাজ্যবাসীর জন্য এভাবেই ডায়েট চার্ট বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনকয়েক আগে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যবাসীকে ভাল থাকার দাওয়াই হিসেবে তিনি এসব খাওয়ার পরামর্শ দেন। মুখ্যমন্ত্রীর এই দাওয়াই মেনে করোনার সময় শরীর ভালো রাখতে এবং শরীরের ইমিউনিটি বাড়াতে এবার শিশুদের পরিবারের হাতে দুধ, সোয়াবিন, পাঁউরুটি, ডিমের পাশাপাশি নিমপাতা ও পাতিলেবু তুলে দেওয়া হল হাওড়ায়। হাওড়া পুরসভার স্বাস্থ্য বিভাগের প্রাক্তন মেয়র পারিষদ ভাস্কর ভট্টাচার্যের উদ্যোগে রবিবার সকালে এই অভিনব কর্মসূচি নেওয়া হয়। শিশুদের জন্য তাদের পরিবারের হাতে এই সামগ্রী তুলে দেওয়া হয়। ভাস্কর ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে বলেছিলেন সুস্থ থাকতে প্রতিদিন পাতিলেবু, নিমপাতা খান। এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আমরা সেই পরামর্শ মেনে প্রথম এই কর্মসূচি নিলাম যেখানে শিশুদের ইমিউনিটি বাড়ানোর জন্য মোট ছয় ধরনের খাদ্যসামগ্রী আজ তুলে দেওয়া হল। মন্ত্রী অরূপ রায়ের নির্দেশে এবং এলাকার বিধায়ক জটু লাহিড়ীর সহযোগিতায় এই কর্মসূচি করা হয়েছে হাওড়ার বেলগাছিয়ায়। প্রায় পাঁচ’শ শিশুর পরিবারের হাতে আমরা দুধ, সোয়াবিন, ডিম, পাঁউরুটির পাশাপাশি পাতিলেবু ও নিমপাতা তুলে দিয়েছি।