কলকাতা, ২৬ অক্টোবর:- তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উৎসবের মরশুমে রেশন দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি হানার তীব্র বিরোধিতা করেছেন। কালীঘাটে নিজের বাড়িতে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি পুনরায় কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগ করেন। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, শুধু এ রাজ্যেই নয়, গোটা দেশে যেখানেই বিরোধীরা সরব, সেখানেই কেন্দ্রীয় এজেন্সি পাঠিয়ে ভয় দেখানো হচ্ছে। মুখ্যমন্ত্রী দাবি করেন, জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য খারাপ।
এই ঘটনার পর ওঁর মৃত্যু হলে বিজেপি এবং ইডির বিরুদ্ধে এফআইআর করা হবে। এর আগে কেন্দ্রীয় এজেন্সির চাপেই সাংসদ সুলতান আহমেদ এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী মারা গিয়েছেন বলে তাঁর অভিযোগ। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন বিশেষ কারো নাম বলানোর জন্য দলের নেতাদের ওপর অত্যাচার চালানো হচ্ছে। তাঁদের শারীরিক ভাবে নিগ্রহ করা হচ্ছে। আজ জেলায় জেলায় দুর্গাপুজোর কার্নিভাল। আগামীকাল কলকাতায় কার্নিভালের আয়োজন করা হচ্ছে। নেতা মন্ত্রীরা সুশৃঙ্খলভাবে এই কার্নিভাল করতে যখন ব্যস্ত, তখন তাঁদের বাড়িতে গিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেনস্থা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।