এই মুহূর্তে কলকাতা

দুর্গারত্ন পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা রাজভবনের।

কলকাতা, ২৫ অক্টোবর:- পূর্ব ঘোষণা মতো রাজভবনের পক্ষ থেকে দুর্গা রত্ন পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। আলো আলো ও ছায়ার সৃজনমূলক ব্যবহারের জন্য কলকাতা টালা প্রত্যয়ের মন্ডপকে বেছে নেওয়া হয়েছে। জাঁক জমক ও বিশালত্বর নিরিখে পুরস্কৃত করা হচ্ছে কল্যাণী আইটিআই পূজা মন্ডপ কে। পরিবেশ সচেতনতা জন্য বরানগরের বন্ধু দল পোর্টিং ক্লাব এবং থিনের ভাবনায় নতুনত্বের জন্য পুরস্কার জিতেছে নেতাজি নগর (লো ল্যান্ড) এরপূজা মন্ডপ।

উল্লেখ্য সাধারন মানুষের ভোটের ভিত্তিতেই এই চার পূজা মন্ডপকে দুর্গা রত্ন হিসেবে বেছে নেওয়া হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস কয়েকদিন আগেই ঘোষণা করেছিলেন যে রাজ্য সরকারের পাশাপাশি রাজভবনের পক্ষ থেকেও সেরা চার পুজোকে দুর্গাররত্ন পুরস্কার দেয়া হবে। গতরাতেই এই নামগুলি রাজভবনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে।