হুগলি, ১৫ অক্টোবর:- হুগলি জেলার কোন্নগর এর কানাইপুর এলাকায় দুর্গা পূজোর প্যান্ডেলে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মণ্ডপের আসে পাশে অনেক বাড়ি ও বাজার রয়েছে। তাই অগ্নিকাণ্ড যদি বড় হতো ভয়ংকর পরিস্থিতি তৈরি হতো বলে মনে করছে সকলে। কানাইপুর ছোট বাজার এলাকায় নৈটি রোডের উপর একটি পুজো কমিটির তৈরি হওয়া মণ্ডপে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার মধ্যরাতে এই ঘটনা ঘটে।আগুনে মণ্ডপের বেশকিছু অংশ পুড়ে যায়। আর এই খবর ছড়িয়ে পড়ার পরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুজো কমিটির সদস্য মধুময় দত্ত বলেন গতকাল মধ্যরাতে তিনি খবর পান প্যান্ডেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। একবার নয় দুবার ধরে আগুন লাগানো হয়।
একবার স্থানীয় পুলিশ গিয়ে আগুন নেভায়।এটা একেবারে দুষ্কৃতীদের কাজ। কারণ তাদের মণ্ডপে ইলেকট্রিক থেকে আগুন লাগার কোনো সম্ভবনা নেই। তাই তারা বিষয়টি পুলিশ এবং পঞ্চায়েতকে জানিয়েছেন পুলিশ সম্পূর্ণ সহযোগিতা করছে। আর এই মণ্ডপে আগুন লাগার ঘটনায় কানাইপুর তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি পার্থ প্রদীপ ঘোষ বলেন, দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ট উৎসব। আর এই পুজোর মণ্ডপে আগুন লাগিয়ে দেওয়া খুবই ঘৃণ্য কাজ। কানাইপুর এলাকায় কিছুটা দুষ্কৃতী দৌরাত্ম বাড়ছে হয়তো তাই এসব ঘটনা বাড়ছে। প্রশাসনের উচিৎ তদন্ত করে যারা এরসাথে যুক্ত তাদের কঠিন শাস্তি দেওয়া।