হুগলি, ৯ অক্টোবর:- মিড-ডে মিলের খাবার অযোগ্য। প্রতিবাদে অঙ্গনওয়াড়ির সামনে ভাত-আলু ফেলে বিক্ষোভ অভিভাবকদের। চুঁচুড়ার চকবাজার কাঠগোলা লেনের ঘটনা। সেখানে একটি ক্লাবে চলে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র।
অভিযোগ, মাঝেমধ্যেই সেখানে অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হয়। সোমবার বাড়িতে খাবার নিয়ে যায় অনেকে। দুপুরে সেই খাবার খেতে গিয়ে দেখা যায় শুধু ভাত আর একটি করে ছোট আলু দেওয়া রয়েছে। এরপরেই ক্ষুদ্ধ অভিভাবকরা ওই কেন্দ্রের সামনে সেই খাবার ফেলে ক্ষোভ উগরে দেন।