কলকাতা, ৬ অক্টোবর:- গতকাল সারারাত রাজভবনের সামনে ধরনা মঞ্চের পাশে অবস্থান করার পর আজ সকাল সাড়ে ১১ টা থেকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের ধরনা শুরু করেছেন। দলের বহু শীর্ষ নেতা ছাড়াও সাধারণ কর্মীরা তার সঙ্গে ধরনা দিচ্ছেন। রাজ্যপাল কলকাতায় না ফেরা পর্যন্ত এই ধারণা অবস্থান চালিয়ে যাওয়া হবে বলে তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে।
রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস এই ধরনা অবস্থায় চালাচ্ছে। এদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস উত্তরবঙ্গ থেকে পুনরায় দিল্লি ফিরে গেছেন। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করার জন্য তিনি সময় চেয়েছেন। ১০ তারিখ তার দিল্লি থেকে কেরালায় যাওয়ার কর্মসূচি রয়েছে বলে রাজভবন সূত্রে জানা গিয়েছে। সেক্ষেত্রে আপাতত তার কলকাতায় ফেরার কোনও কর্মসূচি নেই বলেই জানা যাচ্ছে।