হাওড়া,২ এপ্রিল:- আজ রামনবমীর পুজো। হাওড়ার রামরাজাতলায় ঐতিহ্যবাহী শ্রী রামরাজা মন্দিরে সকাল থেকেই শ্রীরামচন্দ্রের পুজোর আয়োজন করা হয়েছে। তবে করোনা সতর্কতা হিসাবে মন্দির চত্বরে এবার সাধারণ ভক্তদের প্রবেশ নিষেধ করা হয়েছে। যতদিন পর্যন্ত লকডাউন চলবে বা সরকারি নির্দেশ না আসা পর্যন্ত এখন মন্দিরে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। এর আগে কোনওদিন এমন পরিস্থিতি সৃষ্টি হয়নি। শ্রী রামরাজা পরিষদের তরফ থেকে আগাম সকলকে আবেদন জানানো হয়েছিল সরকারের নির্দেশ মেনে চলার জন্য। করোনা পরিস্থিতিতে যাতে কেউ এখন মন্দিরে পুজো দিতে না আসেন সেই আবেদন জানানো হয়। এদিন সকাল থেকে মন্দির চত্বর ছিল জনশূন্য। বাইরে নজরে পড়েছে পুলিশের টহলদারি। প্রতি বছর রামের মন্দিরে পুজো দিতে আসেন হাজার হাজার পুণ্যার্থী। এবার ফাঁকা মন্দিরেই শ্রী রামরাজার পুজো হচ্ছে। নিয়ম মেনে পুজো চলছে। রাতে মন্দিরে আরতির আয়োজন করা হয়েছে। পুরোহিত রবীন্দ্রনাথ মল্লিক জানান, “আমার অভিজ্ঞতায় এরকম ঘটনা কখনো দেখিনি যে ফাঁকা মন্দিরে রামনবমীর পুজো হচ্ছে। করোনা ভয়াবহ রোগ। সেটা থেকে মুক্তি পাবার জন্য এই ব্যবস্থা করতে হয়েছে। সকলেরই তা মেনে চলা উচিত। আমরা আগে থেকেই মাইকে প্রচার করেছিলাম কেউ যাতে এখন মন্দিরে এসে পুজো না দেন। ১৪ এপ্রিলের পর পুজো দিতে আসবেন। সরকারের নির্দেশ মেনে চলতে হবে। সেইমতো কেউ পুজো দিতে আসেননি।”