হুগলি, ১১ সেপ্টেম্বর:- পঞ্চায়েত ভোট মিটেছে লোকসভা ভোট আর কয়েকমাস পর। তার আগেই রদবদল হল হুগলি জেলা প্রশাসনের। হুগলির জেলাশাসক পি দীপাপ প্রিয়া কে বদলি করা হল হাওড় জেলাশাসক পদে। তার জায়গায় হুগলির জেলাশাসক হয়ে আসছেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য। ২০১৯ সাল থেকে হুগলির জেলা শাসকের দায়িত্ব সামলেছেন দীপাপ প্রিয়া। ১২ই সেপ্টেম্বর নবান্ন থেকে এক নির্দেশিকায় জানানো হয় হুগলি জেলাশাসক পদে রদবদল করা হয়েছে। তার সঙ্গে বারোটি জেলার জেলাশাসকদের রদবদল করা হয়েছে। অন্যদিকে একাধিক আইপিএস অফিসার বদলি করা হয়েছে। হুগলি গ্রামীন পুলিশ সুপার আমনদীপকে বদলি করা হয়েছে পূর্ব বর্ধমানে।
সেই জায়গায় হুগলি গ্রামীণ পুলিশ সুপার হয়ে আসছেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাসিস সেন। চন্দননগর পুলিশের ডিসি চন্দননগর ছিলেন বিদিত রাজ বুন্দেশ তাকে বদলি করা হয়েছে কলকাতা পুলিশের ডিসি ডিডি স্পেশাল পদে। ডিসি চন্দননগর হিসাবে যোগ দেবেন কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার ঈশানী পাল। উল্লেখ্য জেলা শাসক মুক্তা আর্য এক সময় হুগলির অতিরিক্ত জেলাশাসক ছিলেন। যেমন কামনাশিষ সেন অবিভক্ত হুগলি পুলিশের শ্রীরামপুর এসডিপিও ছিলেন পরে পুলিশ জেলা ভাগ হওয়ার পর হুগলি গ্রামীন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। ঈশানী পাল ছিলেন চন্দননগর কমিশনারেটের ডিসি শ্রীরামপুর পদে।