হাওড়া, ৮ সেপ্টেম্বর:- স্কুলে ফ্যান খুলে পড়ে আহত দুই শিশু। এই অভিযোগ অস্বীকার প্রধান শিক্ষকের। স্কুলে ক্লাস চলাকালীন সিলিং ফ্যান খুলে পড়ে আহত হলো দুই শিশু। হাওড়ার জগৎবল্লভপুরের কালিতলা বাজার এলাকার একটি প্রাইমারি স্কুলে ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহত দুই শিশু প্রথম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে। ঘটনায় এক ছাত্রের মাথায় চোট লাগে। আর এক ছাত্রের চোখে এবং মাথায় আঘাত লাগে। দুজনকেই স্থানীয় জগৎবল্লভপুর হাসপাতালে নিয়ে গেলে সিটি স্ক্যানের জন্য পরামর্শ দেন চিকিৎসকরা। গোটা ঘটনায় আতঙ্ক ছড়ায় ওই স্কুলে। যদিও ওই ঘটনার কথা অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক।
প্রধান শিক্ষক জানান, ছেলেরা এসেছিল। রঙ হচ্ছিল। দৌড়দৌড়ি করছিল। তেমন কোনও ঘটনা ঘটেনি। রান্নাঘর ভাঙা আছে। ফাঁকা স্কুল। পাখা খোলেনি। হুড়োহুড়ি করছিল। বেঞ্চ থেকে পড়ে তারা জখম হয়েছে। জখম ছাত্ররা সুস্থ আছে। এদিকে, জখম এক ছাত্রের মা বলেন, স্কুল থেকে ফোন করে ডেকে পাঠায়। প্রায় ১২টা নাগাদ গিয়ে দেখি জল দিচ্ছে। দুধ গরম করে দিচ্ছে। ২ জন জখম হয়েছে। বাচ্ছার সিটি স্ক্যান করতে বলা হয়েছে। এই ঘটনার পর ছেলে সুস্থ নয়। আমরা স্কুলের রক্ষণাবেক্ষণ চাইছি। যাতে স্কুলের অন্য ছাত্রদের কিছু না হয়।