এই মুহূর্তে কলকাতা

রাজ্য সরকারি কর্মীদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির নতুন নিয়ম কার্যকর।

কলকাতা, ৫ সেপ্টেম্বর:- রাজ্য সরকারি কর্মীদের পদোন্নতি ও বেতন বৃদ্ধি সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর হলো। এই মর্মে রাজ্যের অর্থ দফতর বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের অর্থদফতর। গত ৩১ মে নবান্নে রাজ্য সরকারি কর্মীদের কয়েকটি সংগঠনের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করেছিলেন। বেতন বৃদ্ধি ও পদোন্নতি ছাড়াও ওই বৈঠকে গৃহীত কয়েকটি সিদ্ধান্ত কার্যকর করার জন্য অর্থ দফতর এই নির্দেশিকা জারি করেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য রাজ্য সরকারি কর্মীদের বেতন হার বৃদ্ধি সংক্রান্ত কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমের পরিবর্তন। রাজ্য সরকারের যে সমস্ত কর্মীরা নির্দিষ্ট বছর কাজ করার পরেও প্রোমোশন পান না তাঁরা এই স্কিমে পরবর্তী বর্ধিত বেতন হার পাওয়ার সুযোগ পান।

আগের নিয়ম অনুয়ায়ী এতদিন ৮, ১৬ এবং ২৫ বছর কাজ করার পর এই স্কিমে বেতন হার বৃদ্ধি হতো কর্মীদের। তবে এবার থেকে ১৫ এবং ২৪ বছর কাজ করার পরেই বেতন হার পরিবর্তন হবে। যদিও প্রথম পর্যায়টি অবশ্য ৮ বছরই থাকছে। এর ফলে বহু সংখ্যক রাজ্য সরকারি কর্মী উপকৃত হবেন। অন্যদিকে নবান্ন সভাঘরের ওই বৈঠকে সচিবালয়ে বিভিন্ন পর্যায়ে ৩০০-র বেশি নতুন পদ সৃষ্টি করা হবে বলেও জানানো হয়েছিল। ওই পদ সৃষ্টি সংক্রান্ত বিজ্ঞপ্তিও এবার জারি করা হয়েছে। সেকশন অফিসার থেকে শুরু করে অতিরিক্ত সচিব, বিভিন্ন পর্যায়ে নয়া পদগুলি সৃষ্টি করা হয়েছে। সচিবালয়ের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টরা প্রোমোশনের মাধ্যমে এই পদগুলিতে যাওয়ার সুযোগ পাবেন। এতদিন তাঁরা যুগ্মসচিব পদ পর্যন্ত এগোতে পারতেন, কিন্তু এবার অতিরিক্ত সচিবের ১০টি পদও তাঁদের জন্য বরাদ্দ করা হল।