হাওড়া , ৩১ আগস্ট:- রাখীবন্ধনকে ঘিরে সর্বত্র উৎসবের মেজাজ হাওড়ায়।আজ পবিত্র রাখীবন্ধন। এই উপলক্ষে বৃহস্পতিবার সকালে তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে হাওড়ার বেলুড় বাজারে এক রাখীবন্ধন কর্মসূচি নেওয়া হয়। এদিন বেলুড় বাজার মোড়ে প্রাক্তন কাউন্সিলর পল্টু বণিকের নেতৃত্বে পথচলতি মানুষ, টোটো চালক, বাসের চালক, কন্ডাক্টর সহ সকলকে রাখী পরিয়ে সম্প্রীতির বার্তা দেওয়া হয়। রাখীবন্ধন উৎসবে মাতেন তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীবৃন্দরা।
রাখীবন্ধনের পাশাপাশি এদিন মিষ্টিমুখ করান তৃণমূল মহিলা কর্মীরা। এদিন তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলা সদর বঙ্গজননী বাহিনীর তরফ থেকেও রাখীবন্ধন কর্মসূচি নেওয়া হয়। ওই কর্মসূচিতে অংশ নেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সৃষ্টিধর ঘোষ, শ্যামল মিত্র, সুশোভন চট্টোপাধ্যায়, সুরজিৎ সাহা, শৈলেশ রাই, রেখা রাউত প্রমুখ নেতৃবৃন্দ।