এই মুহূর্তে কলকাতা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা লাগানোর প্রস্তুতি রাজ্যের।

কলকাতা, ৩০ আগস্ট:- যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য প্রায় ৩৮ লক্ষ টাকা মঞ্জুর করল রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রে খবর এই নিয়ে শিক্ষা দফতরের প্রস্তাব অর্থ দফতরের বিচারাধীন ছিল। অর্থ দফতর সেই প্রস্তাব বিবেচনা করে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ক্যামেরা লাগানোর জন্য ৩৭ লক্ষ ৩৮ হাজার ৪৮৪ টাকা মঞ্জুর করেছে। তবে চূড়ান্ত ভাবে অর্থ বরাদ্দ হতে আরো কিছুটা সময় লাগবে। ফলে কবে থেকে সিসিটিভি ক্যামেরা লাগানোর প্রক্রিয়া শুরু হবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। দিনকুড়ি আগে, যাদবপুরের এক ছাত্রের মৃত্যু নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য। এই মৃত্যুর ঘটনা নাড়া দিয়েছে শিক্ষা প্রশাসনকেও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউকে এই ঘটনার পর অনেক ভাবেই বিভিন্ন পরিস্থিতি সম্মুখীন হতে হয়।

এই মঙ্গলবার সেই প্রসঙ্গেই তিনি জানান, যাদবপুর একটি শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানোর দায়িত্ব কখনোই কর্তৃপক্ষের হতে পারে না সেই দায়িত্ব সম্পূর্ণভাবে সরকারি পক্ষ থেকে নেওয়া উচিত। এছাড়াও তিনি আরও জানান তিনি একটি সরকারি সংস্থার সঙ্গে সিসিটিভি লাগানো সম্পর্কে কথা বলেন কিন্তু কবে, কোথায়, কিভাবে, সেই কাজ শুরু হবে তার সম্পর্কে তারা কিছু জানায়নি। প্রসঙ্গত উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু ঘটনার পরে থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়। বিশ্ববিদ্যালয় চত্বরে নিরাপত্তা বজায় রাখার জন্য ইউজিসি যে নির্দেশ রয়েছে তা যাদবপুর মানেনি এই প্রশ্ন উঠে আসে। এই নিয়ে বিতর্ক তুঙ্গে যায় এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ঘোষণা করেন ক্যাম্পাসের সিসিটিভি ক্যামেরা লাগানোর প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু করা হবে।