এই মুহূর্তে জেলা

মোদির “মন কি বাত” এর সম্প্রচার হাওড়াতেও

হাওড়া, ২৭ আগস্ট:- রবিবার সকালে হাওড়া সদর বিজেপির পক্ষ থেকে পঞ্চাননতলায় দলের সদর কার্য্যালয়ের সামনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১০৪তম “মন কি বাত” কার্যক্রমের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়। ওই কর্মসূচিতে উপস্থিত উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী, হাওড়া সদরের জেলা সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্য, হাওড়া সদরের সম্পাদক অজয় মান্না সহ জেলার নেতৃত্ব ও কর্মীরা।