হুগলি,৯ ডিসেম্বর:- সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ের করা অষ্ঠম শ্রেনীর এই প্রশ্নটি নিয়ে আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এবার বিজেপি নেতা সায়ন্তন বাসু হুগলীর চন্ডীতলার জঙ্গলপাড়ায় এক প্রকাশ্য সমাবেশে এসে সিঙ্গুর মহামায়া স্কুলের করা এই প্রশ্ন নিয়ে সরকারের সমালোচনা করে শিক্ষা ব্যবস্থার প্রতি আঙুল তুলেছেন ? তিনি জনসভায় বলেন, ” সিঙ্গুর মহামায়া স্কুলে প্রশ্ন করা হয়েছে,মমতা ব্যানার্জী কবে সিঙ্গুরের মাটিতে সর্ষে ফেলেছিলেন। ১৮ জুন,না ১৯ না ২০শে জুন । এটা ইতিহাসের প্রশ্ন ? ইতিহাসে বাবর পড়বেন,হুমায়ুন পড়বেন ইতিহাসে মমতাকে ও পড়বেন,পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে কোথায় নিয়ে গেছে তৃনমুল কংগ্ৰেস সেই কথা তুলে ধরতে চাই “।
বিজেপির কটাক্ষের জবাব দিয়েছে তৃনমুল।সিঙুরের বিধায়ক তথা সিঙ্গুর মহামায় উচ্চ বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য জানান,এটা সিঙ্গুর স্কুল সম্পর্কিত কোন প্রশ্ন নয়।উনি যেটা বলতে চেয়েছেন সেটার দায়দায়িত্ব বিদ্যালয়ের সভাপতি হিসাবে আমার বলায় প্রয়োজন নেই। তবে এটুকু বলবো, যেহেতু এই বিষয়টি অষ্ঠম শ্রেনীর ইতিহাস ব ই এর পাঠ্য হয়েছে সেই ইতিহাসের পাঠ্য অনুযায়ী যে শিক্ষক এই প্রশ্নটি করেছেন তিনি তার সীমাকে অতিক্রম করেন নি। তিনি স্কুলে যে বিষয়ে পড়িয়েছেন তা প্রশ্ন করেছেন।সুতরাং তিনি সীমা লঙ্ঘন করেছেন বলে আমার মনে হয় না।
বিধায়ক আরো জানান, এটা রাজনীতির প্রসঙ্গে আলোচনা হতে পারে,সেখানে স্কুলের কোন দায় দফা নেই। সেখানে পশ্চিম বঙ্গ সরকার ,শিক্ষা বিভাগ এ বিষয়ে সিলেবাসে অন্তভুক্ত করেছেন তারা এ বিষয়ে এই প্রশ্নের উত্তর তাদের বক্ত্যব বা আলোচনা করতে পারে।