এই মুহূর্তে জেলা

যাদবপুরের ঘটনায় সরব মানবী।

হাওড়া, ১৫ আগস্ট:- ভারতের প্রথম রূপান্তরকামী অধ্যক্ষ ড: মানবী বন্দ্যোপাধ্যায় যাদবপুরের ঘটনায় সরব হলেন। মঙ্গলবার, ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে উলুবেড়িয়ায় এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে যাদবপুরের ঘটনার তীব্র নিন্দা করেন। এদিন উলুবেড়িয়ার আশা ভবন সেন্টারে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে আয়োজিত স্বাধীনতা দিবস পালন অনুষ্ঠানে এসে ড: মানবী বন্দ্যোপাধ্যায় বলেন, শুধু স্বাধীনতা দিবস পালনই শুধু নয়, প্রত্যেক নাগরিককে সমাজ সম্পর্কে সচেতন থাকতে হবে।