এই মুহূর্তে জেলা

হাওড়া কোর্টের জুনিয়র আইনজীবীকে নিগ্রহ-কান্ডে গ্রেপ্তার ১। এখনো অধরা ৪।

হাওড়া, ১২ আগস্ট:- হাওড়া কোর্টের জুনিয়র আইনজীবীকে নিগ্রহ-কান্ডে গ্রেপ্তার ১। অভিযুক্তের নাম আদিত্য সিং ওরফে আদিত্য সিং রাঠোর (২০)। ধৃত যুবক হাওড়া মালিপাঁচঘড়া থানা এলাকার গোপাল ঘোষ লেনের বাসিন্দা। তবে, এই ঘটনায় এখনো পর্যন্ত একজন গ্রেপ্তার হলেও বাকি চারজন এখনো অধরা। তাদের খোঁজ চলছে। আইনজীবীদের তরফে সিনিয়র আইনজীবী সমীর বসু রায়চৌধুরী জানান, তাঁরা পুলিশ প্রশাসনের ভূমিকায় খুশি নন। বাকিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন তাঁরা।

উল্লেখ্য, এদিনও হাওড়া কোর্টে কার্যত অচলাবস্থা চলছে। এদিন দুপুরে ধৃতকে হাওড়া কোর্টে তোলা হয়। ধৃতের সাতদিনের পুলিশ হেফাজত হয়। তবে অভিযুক্তের হয়ে মামলা লড়েননি কোনও আইনজীবী।