হাওড়া, ২৯ জুলাই:- ট্যাক্সি থেকে এক নাবালককে নামিয়ে ‘পালানো’র সময় পুলিশের হাতে আটক যুবক। উত্তেজনা হাওড়ার সাঁত্রাগাছি বাসস্ট্যান্ডে। রাস্তায় এক নাবালককে ট্যাক্সি থেকে নামিয়ে দিয়ে একটি মেয়েকে নিয়ে ‘পালানো’র সময় পথচারীদের হাতেনাতে ধরা পড়ে গেলো এক যুবক। ঘটনাটি ঘটেছে আজ সকালে হাওড়ার সাঁতরাগাছি বাসস্ট্যান্ডে। জানা গেছে, মেয়েটির বাড়ি সাঁতরাগাছির প্রেস কোয়ার্টার এলাকায়।
যুবকের বাড়ি মুর্শিদাবাদে বলে জানা গেছে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। মেয়েটিকে এবং নাবালককে পুলিশ উদ্ধার করেছে। যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কী উদ্দেশ্য ছিল বা সে কেন নাবালককে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল এবং মেয়েটিকে নিয়ে কোথায় যাচ্ছিল তা তদন্ত করে দেখছে পুলিশ।