কলকাতা, ১০ জুন:- সরকারি বাসের বিনা টিকিটের যাত্রীদের ধরতে রাজ্য পরিবহন দফতর বিশেষ অভিযানে নেমেছে। বিশেষ দল গঠন করে বাসে বাসে চলছে তল্লাশি অভিযান। শহর এবং দূরপাল্লার সব বাসেই চালানো হচ্ছে তল্লাশি। রাজ্য পরিবহন নিগমের চেয়ারম্যান রাজনবীর সিং কাপুর জানিয়েছেন, বিনা টিকিটের যাত্রীদের চিহ্নিত করে তাদের কাজ থেকে জরিমানা আদায় করা হচ্ছে।
একই রকম ভাবে বাসের কন্ডাক্টারদের বিরুদ্ধে অনিয়ম ধরা পড়লেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। লাগাতার অভিযান চালানোর ফলে গত মাসে সরকারি পরিবহন সংস্থা গুলির আয় বাবদ রাজস্ব ১০ শতাংশ বেড়েছে বলে তিনি জানান। মে মাসে বিনা টিকিটের ৭২ জন যাত্রীকে চিহ্নিত করে জরিমানা আদায় করা হয়েছে। ৭ জন কন্ডাক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।