হুগলি, ৯ জুন:- ফলের গোডাউনে আগুন। প্রায় ১৭/১৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে পান্ডুয়ার কাললা রোড সংলগ্ন একটি ফলের দোকানে। স্থানীয় সূত্রে জানা যায়, দোকান ও তার সাথে থাকা ফলের গোডাউনের ভেতর থেকে আগুন দেখতে পায় পথ চলতি মানুষজন। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু প্রচণ্ড আগুন হওয়ায় সকলের ব্যর্থ হয়। এবং পরবর্তী ক্ষেত্রে ঘটনাস্থলে উপস্থিত হয় পান্ডুয়া দমকল বিভাগের একটা ইঞ্জিন।
দোকান মালিক সনজিৎ ঘোষ বলেন, প্রায় ১৭ থেকে ১৮ লাখ টাকার আম, লেবু, আপেল সহ অন্যান্য ফল ছিলো। কি করে আগুন লাগলো তা বুঝে উঠতে পারছিনা। অন্যদিকে দমকল দপ্তরের অধিকারিক বলেন, দোকানের পেছন দিকে প্রচুর পরিমাণে কার্বাইড পড়েছিল এবং তার পাশাপাশি অনেক ফলের প্লাস্টিকের কাটোন ও পড়েছিল। সেখান থেকেই হয়তো আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান করছেন তারা। প্রায় ১ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় দমকলের আধিকারিকরা। ঘটনাস্থলে উপস্থিত পান্ডুয়া থানার পুলিশ। হতাহতের কোনো খবর নেই।