এই মুহূর্তে জেলা

নিয়োগ দুর্নীতি মামলায় এবার পৌরসভা গুলিতে হানা সিবিআই এর।

উঃ২৪পরগনা, ৭ জুন:- নিয়োগ দুর্নীতি মামলায় এবার পৌরসভায় হানা দিল সিবিআইয়ের প্রতিনিধি দল। এদিন আদালতে নির্দেশে নদিয়ার শান্তিপুর পৌরসভায় হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী প্রতিনিধি দল। প্রায় চার ঘন্টা ধরে চলে তল্লাশি। উল্লেখ্য হুগলি থেকে কুন্তল ঘোষ কে গ্রেফতার করে সিবিআই। তার কাছ থেকে উদ্ধার হয় একাধিক নথিপত্র। সেই নথিপত্র হাতিয়ে দুর্নীতির ঘটনা উঠে আসে সিবিআই এর হাতে। যেখানে দেখা যায় ২০১৮ সালে নিয়োগে দুর্নীতি রয়েছে বিভিন্ন পৌরসভায়। কুন্তল ঘোষ আদালতে পেশ করে সিবিআই। সেই সঙ্গে উদ্ধার করা নথিও আদালতে পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর পরই যে সমস্ত পৌরসভা গুলির নাম উঠেছে সেই রকম ১৪ টি পৌরসভা কেন্দ্র তদন্তের নির্দেশ দেয় আদালত।

আদালতে নির্দেশ অনুযায়ী এ দিন নদীয়ার শান্তিপুর পৌরসভায় সিবিআই এর প্রতিনিধি দল তদন্তে আসে। পৌরসভার ভিতরে ঢুকে প্রথমেই দেখতে শুরু করে সিবিআই। টানা ৪ ঘন্টা ধরে চলে তল্লাশি। এ বিষয়ে শান্তিপুর পৌরসভার পৌর কর্মী রমেন সাহা বলেন, সিবিআই এর প্রতিনিধিরা আমাকে জিজ্ঞাসাবাদ করে ২০০৯ সালের পর কোন নিয়োগ হয়েছে কিনা? যেহেতু ২০০৯ সালের পর কোন বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ হয়নি সে কারণে প্রশ্ন করেন কেন নিয়োগ করা গেল না। এ বিষয়ে শান্তিপুর পৌরসভার পৌরপিতা সুব্রত ঘোষ বলেন, সিবিআই যা যা জিজ্ঞাসা করেছেন আমরা তার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছি। পাশাপাশি যে সমস্ত নথিপত্র তারা চেয়েছেন পুরোটা তাদেরকে দেওয়া হয়েছে। তারা কিছু নথি সিজার করে নিয়ে গেছেন। শান্তিপুর পৌরসভা কোন দুর্নীতির সঙ্গে যুক্ত নয় এটুকু বলতে পারি।