হুগলি, ৪ জুন:- শতাব্দীর ভয়ংকরতম রেল দুর্ঘটনায় মৃত হতভাগ্য যাত্রীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে রবিবার সন্ধ্যায় বৈদ্যবাটি চৌমাথায় শহীদ বেদীতে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন শেওড়াফুলি বৈদ্যবাটির এলাকার অগণিত মানুষ। বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল ও শ্রীরামপুর সাংগঠনিক জেলার জয় হিন্দ বাহিনীর সভাপতি সুবীর ঘোষের উদ্যোগে এদিনের এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান হয়। এ ব্যাপারে সুবীর বাবু বলেন ভারতবর্ষে এত ভয়ংকর তম রেল দুর্ঘটনা অতীতে হয়নি। যেভাবে তিনটি ট্রেন একসঙ্গে দুর্ঘটনা কবলে পড়ে নিমেষের মধ্যে কয়েক শো নিরীহ মানুষের প্রাণ গেল।
আহত হয়ে কয়েক হাজার অসহায় যাত্রী উড়িষ্যা এবং কলকাতার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। তাদের আমরা দ্রুত সুস্থতা কামনা কামনা করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম। পাশাপাশি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে। আমাদের প্রার্থনা ঈশ্বর যেন সেই সমস্ত পরিবারকে শক্তি যোগান এবং তারা আবার স্বাভাবিক ছন্দে ফিরতে পারেন। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদেরও সংবর্ধনা প্রদান করা হয়। এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৈদ্যবাটি পৌরসভার উপপ্রধান শান্তনু দত্ত, পুর সদস্য প্রবীর পাল, সহ এলাকার সমস্ত স্তরের নাগরিকেরা।