নদীয়া, ২৩মে:- এগরায় ভয়াবহ বিস্ফোরণের পর থেকে সারা রাজ্যজুড়ে চলছে নিষিদ্ধ বাজি উদ্ধারের অভিযান। এবার নদীয়ার শান্তিপুর থানা এলাকায় পুলিশের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি। মঙ্গলবার সকাল থেকেই শান্তিপুরের বিভিন্ন বাজারগুলিতে অভিযান চালায় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী।
শান্তিপুর বড়বাজার, শান্তিপুর মালঞ্চ এবং সূত্রাগড় অঞ্চলের বেশ কয়েকটি বাজির দোকান থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বাজি উদ্ধারের পাশাপাশি দুজনকে আটক করা হয়। তবে এখন থেকে প্রায় দিনই এই অভিযান চলবে বলে জানা যায় পুলিশ সূত্রে।