কলকাতা, ৩ মে:- যুব প্রজন্মের কর্ম দক্ষতা বাড়াতে রাজ্যে তৈরি হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট সিটি। রাজারহাটে এবার বেসরকারি উদ্যোগে তৈরি হবে এই স্কিল ডেভলপমেন্ট হাব। মঙ্গল বারেই এই প্রকল্পকে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। তারপরেই জোর কদমে এই হ্হাব গড়ার প্রস্তুতি শুরু হয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে, মূলত স্বাস্থ্যকে থিম করে এই স্কিল ডেভলপমেন্ট অথরিটি তৈরি হবে। নবান্ন সূত্রে খবর, মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার স্ট্যান্ডিং কমিটি এই কাজে রাজারহাটে ৭২ একর জমি বরাদ্দ করেছে। জানা গিয়েছে, মোট সাড়ে পাঁচশো কোটি টাকা বিনিয়োগে এই স্কিল ডেভলপমেন্ট অথরিটি তৈরি হবে। নবান্ন সূত্রে খবর, নতুন এই ডেভলপমেন্ট হাবে যেমন আবাসন তৈরি হবে।
একই সঙ্গে নার্সিং কলেজ, প্যারা মেডিক্যাল কলেজ, সহ চিকিৎসা সংক্রান্ত নানান শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে। তবে নয়া এই উপনগরীতে মেডিক্যাল কলেজে থাকবে না। ডাক্তারি বাদে চিকিৎসা সংক্রান্ত পারিপার্শ্বিক সমস্ত কোর্স করার ব্যবস্থা থাকবে নতুন এই উপনগরীতে। উল্লেখ্য, নিউটাউন রাজারহাটে এর আগেও একগুচ্ছ সংস্থা বিনিয়োগ করেছে। তার মধ্যে একটি বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ করা হয়েছে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে। রাজ্যের দাবি, রাজারহাটে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে যে অঙ্কের টাকা বিয়োগ হয়েছে, তাতে করে আইটি সেক্টরে কর্মসংস্থানের নিরিখে দেশের মধ্যে পশ্চিমবঙ্গ খুব শীঘ্রই একটি অন্যতম স্থান পাবে। এর মধ্যেই স্কিল ডেভলপমেন্ট অথরিটিতে এই বিপুল বিনিয়োগ নিঃসন্দেহে রাজ্যের জন্য খুশির খবর।