এই মুহূর্তে কলকাতা

করোনা বাড়লেও ভয়ের কিছু নেই, জানালেন মুখ্যমন্ত্রী।

কলকাতা , ২৬ এপ্রিল:- রাজ্যে করোনা কিছুটা বাড়লেও তা ভয়ের কিছু নেই বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বুধবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান,হাসপাতালে ভর্তি করোনা আক্রান্তদের মধ্যে দশ জনের এখনও পর্যন্ত অক্সিজেন লাগছে। তাঁদের অধিকাংশের কোমর্বিডিটি রয়েছে। এ রাজ্যে এবার করোনা সংক্রমণ দেরি করে শুরু হয়েছে, তাই হয়তো কিছুটা বাড়বে তার পর কমে যাবে। তাই এই কিছুটা সময় আগের মত সাবধানতা মেনে চলার পরামর্শ দেন তিনি। যেমন বেশি ভিড়ে গেলে মাস্ক পরতে হবে, বাড়িতে ঢুকেই বাইরের জামা কাপড় ছেড়ে হাত পা ধুতে হবে। বারবার হাত স্যানিটাইজ করতে হবে।