হাওড়া, ৯ এপ্রিল:- ISF ও তৃণমূলের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষে উত্তপ্ত হাওড়ার জগৎবল্লভপুর এলাকা। সংঘর্ষে জখম বেশ কয়েকজন। বিশাল পুলিশ মোতায়েন এলাকায়। এদিনই সেখানে সিদ্দিকীর কর্মীসভা ছিল। রবিবার সন্ধ্যায় হাওড়ার জগৎবল্লভপুরের পোলগুস্তিয়ায় তৃণমূল কংগ্রেস ও আইএসএফ সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্রের আকার নেয় গোটা এলাকা। এই ঘটনায় কয়েক রাউন্ড গুলি চলে বলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি ব্যাপক বোমাবাজি হয়। এক তৃণমূল কর্মী মারাত্মক জখম হন। তাকে গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে এদিন পোলগুস্তিয়ায় আইএসএফের একটি কর্মী সম্মেলন ছিল। সেই সম্মেলনে প্রধান বক্তা ছিলেন আইএসএফ প্রধান নৌশাদ সিদ্দিকী। তিনি বক্তব্য রেখে ফেরার পথে সম্মেলন শেষ হবার পরেই দু’পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে বচসা হয় ও পরে তা ব্যাপক সংঘর্ষে পরিণত হয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ।এলাকায় গিয়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনা থাকায় র্যাফের টহল চলছে।