হাওড়া, ৬ এপ্রিল:- হাওড়া গুলমোহর ময়দান থেকে হনুমান জয়ন্তীর এক বিশাল ধর্মীয় শোভাযাত্রা বৃহস্পতিবার বিকেলে সালকিয়ার উদ্দেশ্যে রওনা হয়। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে প্রচুর মানুষ মিছিলে সামিল হন বলে জানা গেছে। হনুমান জয়ন্তী উপলক্ষে এই ধর্মীয় শোভাযাত্রার জমায়েত নিয়েও এদিন পুলিশের সঙ্গে উদ্যোক্তাদের বিরোধ বাধে। হনুমান জয়ন্তীর ওই মিছিলের প্রধান উদ্যোক্তা বিজেপি নেতা উমেশ রায় বলেন, আমরা প্রায় এক সপ্তাহ আগে থেকে মানুষকে জানিয়েছিলাম বিকেল চারটে থেকে সন্ধ্যা ছটা অবধি মিছিল হবে। কিন্তু পুলিশ আজকে জোর করে আমাদের বলছে বিকেল তিনটে থেকে পাঁচটার মধ্যে মিছিল শেষ করতে হবে।
আমাদের পুলিশের কাছে একটাই দাবি কেন পুলিশের নিয়ম অনুযায়ী আমরা মিছিল করব? আমরা যেখানে অনেকদিন আগে থেকেই জানিয়েছিলাম আমাদের কোন টাইমে মিছিল হবে, সেই মতো প্রস্তুতি নেওয়া হয়েছে। কিন্তু পুলিশ আমাদের মিছিলকে আগিয়ে দিতে চাইছে। আমরা কেন পুলিশের দাবি মানব? তার পাশাপাশি পুলিশ থেকে জানানো হয়েছে মিছিলে একশোর বেশি লোকের জমায়েত করা যাবে না। এটা কি গুনে করা সম্ভব? যদিও শেষ পর্যন্ত পুলিশের উপস্থিতিতেই মিছিল হয়। ওই ধর্মীয় শোভাযাত্রা হয় বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, রাজ্য বিজেপির সম্পাদক উমেশ রাইয়ের নেতৃত্বে। প্রচুর মানুষ তাতে সামিল হন।