এই মুহূর্তে কলকাতা

হাইকোর্টের নির্দেশ মেনেই পুলিশ ও আধা সামরিক বাহিনীর কঠোর নজরদারিতে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী।

কলকাতা, ৬ এপ্রিল:- কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে পুলিশ ও আধা সামরিক বাহিনীর কঠোর নজরদারিতে রাজ্যে হনুমান জয়ন্তী পালিত হচ্ছে। রাম নবমী পালন কে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন অংশে যে অশান্তি ছড়িয়েছিল হনুমান জয়ন্তীতে যাতে তার পুনরাবৃত্তি না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রেখেছে প্রশাসন। এখনো পর্যন্ত কলকাতা, হাওড়ার পাশাপাশি হুগলি, উত্তরবঙ্গের মালবাজার-সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে হনুমান জয়ন্তীর মিছিল বেরোনোর খবর পাওয়া গেছে। তবে কোন জায়গাতে কোনও অশান্তির খবর নেই।

সব মিছিলের সঙ্গেই পুলিশ ছিল। রাজ্য পুলিশের পাশাপশি মোট ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ১ কোম্পানি রয়েছে কলকাতায়। আরও এক কোম্পানি করে বাহিনী মোতায়েন করা হয়েছে ব্যারাকপুর চন্দননগরে। হনুমান জয়ন্তী উপলক্ষে লেকটাউনের হমুমান মন্দিরে গিয়ে পুজো দেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। পুজো দিয়ে বেরোনোর সময় সকলকে শান্তি বজায় রাখার আর্জি জানান রাজ্যপাল। এর পর তিনি একবালপুর এলাকাও পরিদর্শন করেন।