তরুণ মুখোপাধ্যায় , ৩০ মার্চ:- বিগত ২৩ বছর ধরে শ্রীরামপুরের বিশিষ্ট শিক্ষাবিদ এবং প্রাক্তন বিধায়ক প্রয়াত অধ্যাপক স্বরাজ মুখোপাধ্যায়ের বাড়ির অন্নপূর্ণা পূজা জাঁকজমকপূর্ণ এবং শ্রদ্ধাভরে হয়ে আসছে। ২০০০ সালে স্বরাজবাবু তার বাড়িতে মা অন্নপূর্ণার আরাধনা শুরু করেছিলেন, তারপর থেকে প্রতিবছর অত্যন্ত নিষ্ঠা ভরে শ্রীরামপুর কাঠগোলার মুখার্জি বাড়িতে মাতৃ আরাধনা হয়ে আসছে। বাড়ীর কত্রী ইন্দ্রানী মুখোপাধ্যায় এবং তার পুত্র সংগীত মুখোপাধ্যায় এবং পুত্রবধূ পলাশ মুখোপাধ্যায়, স্বরাজ বাবুর অবর্তমানে এই পূজোয় এগিয়ে নিয়ে চলেছেন।
এই বাড়ির পুজো উপলক্ষে গত কয়েকদিন ধরে আশপাশের এলাকার মধ্যে বিপুল উৎসব উদ্দীপনা দেখা দেয়। বুধবার অন্নপূর্ণা পূজোর দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক হাজার মানুষ মাতৃ দর্শন শেষে প্রসাদ গ্রহণ করেন। ইন্দ্রানী মুখোপাধ্যায় জানান আমরা অত্যন্ত শ্রদ্ধা ভরে আমাদের গৃহের অন্নের দেবী মা অন্নপূর্ণার আরাধনা করি, এই পুজো উপলক্ষে প্রচুর মানুষ জন আমাদের বাড়িতে এসে মাতৃদর্শন করেন এবং তাঁর আশীর্বাদ নেন।