এই মুহূর্তে জেলা

হাওড়ায় বিজেপির ডেপুটেশন কর্মসূচীর মিছিল ব্যারিকেড করে আটকালো পুলিশ। উত্তেজনা।


হাওড়া, ২৭ মার্চ:- হাওড়া ​​কর্পোরেশনে বেআইনি চাকরি এবং কর্পোরেশনের চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যানের দুর্নীতি সহ রাজ্যে নিয়োগ কেলেঙ্কারির বিরুদ্ধে হাওড়া জেলা সদর বিজেপির ডাকে সোমবার পঞ্চাননতলার জেলা কার্যালয় থেকে এক প্রতিবাদ মিছিলের ডাক দেয় হাওড়া সদর বিজেপি। হাওড়া জেলা সদর কার্যালয় থেকে মিছিল করে আন্দোলনকারীরা মহাত্মা গান্ধী রোড ধরে জেলাশাসকের বাংলোর সামনে আসার আগেই হাওড়া কর্পোরেশনের সামনে পুলিশের করা ব্যারিকেডে আটকে যায় বিজেপির মিছিল। পুলিশ ব্যারিকেড করে মিছিলের পথ আটকালে উত্তেজনা ছড়ায়।

বিজেপি নেতা কর্মীরা সেখানেই স্লোগান দিতে থাকেন। এদিন বিজেপির এই কর্মসূচির নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই, হাওড়া লোকসভার ইনচার্জ সুবীর নাগ, জেলা সদরের সভাপতি মণিমোহন ভট্টাচার্য, প্রাক্তন জেলা সভাপতি অম্বুজ শর্মা, শ্যামল হাতি, জেলা বিজেপির সম্পাদক অজয় মান্না প্রমুখ। এদিন ব্যারিকেডের সামনেই দীর্ঘক্ষণ স্লোগান বিক্ষোভ চলে। পরে বিজেপির এক প্রতিনিধি দল জেলা ম্যাজিস্ট্রেটের কাছে স্মারকলিপি দিতে যান। কিন্তু সে সময় জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, এসডিও কেউই অফিসে উপস্থিত ছিলেন না বিজেপি জেলা নেতৃত্বের অভিযোগ। এই নিয়ে তারা প্রশাসনের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলেছে।