কলকাতা, ১૧ মার্চ:- তিনদিনের সফরে আগামী সপ্তাহে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওড়িশা যাচ্ছেন। পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি তিনি পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেবেন। প্রশাসনিক সূত্রে জানা গেছে ২১ মার্চ তিনি দিল্লিতে পৌঁছাবেন। ২২ তারিখ তিনি পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেবেন। ২৩ তারিখ ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে তৃণমূল কংগ্রেস নেত্রী বৈঠক করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
অতীতে ২০২০ সালে ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মমতা। প্রসঙ্গত ওড়িশা সফরে গেলেই জগন্নাথ মন্দিরে যান মমতা। এবারও সফরে রয়েছে জগন্নাথ মন্দির দর্শন। পাশাপাশি নবীন পট্টনায়েকের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত শুক্রবারই কলকাতা এসেছেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব। কালীঘাটে মমতার সঙ্গে বৈঠকও রয়েছে অখিলেশের। তার পরই ওড়িশা যাচ্ছেন মমতা। যা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ।