হুগলি, ১৪ মার্চ:- আজ থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক। আলিনগর ইয়াসিন মন্ডল শিক্ষা নিকেতনের ছাত্র সন্দীপ মাঝির সিট পড়েছে পুইনান হাই স্কুলে। বাবা অমর মাঝির বাইকে চেপে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পরে সন্দীপ। বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয় সন্দীপ। সেখানে কর্মরত সিভিক ভলান্টিয়াররা তড়িঘড়ি গাড়ি করে সন্দীপকে নিয়ে যায় পোলবা গ্রামীণ হাসপাতালে। সেখানে মাথায় আটটা সেলাই পরে সন্দীপের। চিকিৎসার পর আবার সন্দীপকে তার পরীক্ষা কেন্দ্র পুইনান হাই স্কুলে পৌঁছে দেয় সিভিক ভলান্টিয়াররা।
পরীক্ষায় বসে সন্দীপ।তবে খাতা প্রশ্নপত্র নিয়ে বসতেই অজ্ঞান হয়ে পরে সে।তার মাথায় গুরুতর চোট লাগে।দেরী না করে পুইনান স্কুলের প্রধান শিক্ষক অ্যাম্বুলেন্সে নিয়ে ছাত্রকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যান।চিকিৎসক দেখার পর বলেন স্কান করাতে। কর্মরত সিভিক ভলান্টিয়ার গোপাল মাল এবং সুপ্রিয় নন্দীরা জানান, তারা ডিউটি করছিলেন সে সময় দেখান আচমকাই অন্য একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগে সন্দীপের বাবার বাইকটি। দুর্ঘটনায় অন্যদের সামান্য আঘাত লাগলেও গুরুতর আহত হয় সন্দীপ। এরপর তাঁকে পোলবা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়ে আবার তাঁকে স্কুলে ছেড়ে দেওয়া হয়। পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়া নিয়ে তৈরী হয়েছে অনিশ্চয়তা।