প্রদীপ বসু, ১০ মার্চ:- হোলি মিলন উৎসব হয়ে গেল চাপদানি ১৩ নং ওয়ার্ড এ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। এই অনুষ্ঠানে পৌরপ্রধান সুরেশ মিশ্রের আহবানে সাড়া দিয়ে উপস্থিত হয়েছিলেন বিধায়ক অরিন্দম গুইন, আই এন টি টি ইউ সির হুগলির সভাপতি মনোজ চক্রবর্তী, ছিলেন শিল্পী চ্যাটার্জি, শিল্পী নন্দী, চাপদানি পৌরসভার কাউন্সিলার বৃন্দ সি আই সি ও দলীয় কর্মী সমর্থকরা।
নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এরপর ২২টি ওয়ার্ডের সাংগঠিত দায়িত্বপ্রাপ্ত দের সন্মান প্রদান কর হয়। পৌরপ্রধান এক সাক্ষাৎকারে বলেন হিন্দু মুসলিম শিখ সবাইকে নিয়ে আমরা চলতে চাই। আর তিনি বলেন আজ থেকে আমরা লোকসভার প্রচার শুরু করলাম।