উঃ২৪পরগনা, ১৯ ফেব্রুয়ারি:- ভাটপাড়ার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি অশোক কুমার সাউকে লক্ষ্য করে বোমা-গুলি দুষ্কৃতীদের। ভাটপাড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের জগদ্দল থানা সন্নিহিত ১ নম্বর গলির রবিবার সকালের ঘটনা। আক্রান্তের বাড়ি ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের পালঘাট রোডে। বাড়িতেই অশোকের সাইবার ক্যাফে আছে। স্থানীয়দের দাবি, এদিন সকাল ৮-৪৫ নাগাদ থানার কাছে ১ নম্বর গলি দিয়ে একটি দোকানে দুধ আনতে যাচ্ছিলেন তৃণমূল নেতা অশোক কুমার সাউ।
গলির শেষ প্রান্তে এক রেস্টুরেন্টের কাছে ওকে লক্ষ্য করে প্রথমে বোমা ছোড়ে। বোমাটি না ফেটে ড্রেনের মধ্যে পড়ে। এরপর ওকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি অশোকের পিঠ ছুঁয়ে বেরিয়ে যায়। আক্রান্ত অশোককে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে কল্যাণী জে এন এম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অভিযোগ, আরমান-সহ চারজন বাইকে চেপে এসে অতর্কিতে হামলা চালিয়েছে। যদিও অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই তৃণমূল নেতা।