হাওড়া ,২২ মার্চ:- করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রেল পরিষেবা পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রেল বোর্ড। স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ট্রেনে যাতায়াত করা সম্ভব না হতে পারে, এই কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। গণ সংক্রমণ রুখতেই এই অভিনব সিদ্ধান্ত নিল রেল। ভারতের সর্বাপেক্ষা বহুল ব্যবহৃত গণ পরিবহন মাধ্যম হল ভারতীয় রেল। প্রত্যেকদিন ভারতীয় রেলের উপর নির্ভর করে থাকেন কয়েক কোটি যাত্রী। তাদের সেই রেল যাত্রায় যাতে সংক্রমণ না ছড়ায় সেই দিকে বিশেষ নজর দেওয়ার জন্যই রেল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিষেবা বাতিলের কারণে যে সমস্ত যাত্রী টিকিট থাকা সত্ত্বেও যাত্রা করতে পারলেন না তারা আগামী একুশে জুন তারিখের মধ্যে টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত নিতে পারবেন বলে দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে। এমনিতেই জনতা কারফিউ এর জেরে রবিবার সকাল চারটে থেকে রাত্রি দশটা পর্যন্ত অল্প সংখ্যক কিছু লোকাল ট্রেন ছাড়া সব ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রেল কর্তৃপক্ষ। রবিবার নতুন করে এই সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। এর জেরে রবিবার মধ্যরাত থেকে ৩১ মার্চ মধ্যরাত পর্যন্ত কোনও যাত্রীবাহী ট্রেন চলাচল করবে না। শুধুমাত্র অল্প সংখ্যক পণ্য পরিবহনের প্রয়োজনীয়তার জন্য মালগাড়ি চলাচল করবে বলে সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এমনই এক নজিরবিহীন পদক্ষেপ নিল ভারতীয় রেল।