কলকাতা, ১৪ জানুয়ারি:- পূর্ব কলকাতা জলাভূমি রক্ষা ও ব্যবস্থাপনায় তৈরি সুসংহত পরিকল্পনা রূপায়ণে রাজ্য সরকারের বিভিন্ন দফতরকে নিয়ে একটি কমিটি গঠন করা হচ্ছে। পাঁচ বছর মেয়াদী ওই পরিকল্পনার রূপায়ণ এর আগে সংশ্লিষ্ট কমিটি ওই এলাকার বর্তমান অবস্থা খতিয়ে দেখে সরকারের কাছে রিপোর্ট দেবে।তারই ভিত্তিতে পাঁচ বছর মেয়াদী ওই পরিকল্পনা রূপায়ণ করা হবে বলে রাজ্যের পরিবেশ মন্ত্রী মানস ভূইঁয়া জানিয়েছেন। তিনি বলেন, ভূমি ও ভূমি সংস্কার ,সেচ ,পুর ও নগরোন্নয়ন জলসম্পদ এবং পরিবেশ দফতরকে নিয়ে ওই কমিটি গঠন করা হবে। কমিটি জলাভূমির বর্তমান অবস্থা, জমির চরিত্র, জীব বৈচিত্র্য সবই খতিয়ে দেখা হবে। ওই কমিটির রিপোর্টের ভিত্তিতে জলাভূমি সংরক্ষণ ের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রূপায়ণ করা হবে। মানুষ ও প্রকৃতিকে একইসঙ্গে রক্ষা করাই সরকারের উদ্দেশ্য বলে তিনি জানান।
মন্ত্রী জানিয়েছেন পূর্ব কলকাতা জলাভূমি রক্ষায় পাঁচ বছর মেয়াদী একটি সুসংহত পরিকল্পনা তৈরি করা হয়েছে। এর বাজেট ধার্য করা হয়েছে প্রায় ১১১ কোটি টাকা। এর ৬০ শতাংশ দেবে কেন্দ্র এবং ৪০ শতাংশ দেবে রাজ্য সরকার। ময়দান যদি শহরের ফুসফুস হয় তবে সাড়ে ১২ হাজার হেক্টর বিস্তৃত পূর্ব কলকাতা জলাভূমি শহরের কিডনি। কারণ এই জলাভূমি প্রাকৃতিক উপায়ে শহরের প্রায় ৯১ কোটি লিটার নোংরা জল পরিশোধন করে। তার ফলে সরকারের কোষাগারের কয়েক কোটি টাকা বেঁচে যায়। শুধু তাই নয়, এই জলাভূমি বছরে ২২ হাজার টন মাছ, ১৬ হাজার টন ধান ও দৈনিক ১৫০ টন শাক-সব্জি উত্পাদন করে। এই এলাকায় প্রায় দেড় লক্ষ মানুষের বসবাস। রয়েছে ১১০টি গ্রাম। পরিযায়ী পাখি সহ কয়েকশো প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর বসবাস এই এলাকাতে। শহরকে বাঁচানোর জন্য এই জলাভূমির সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।