এই মুহূর্তে কলকাতা

তিনদিনের জি-২০ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী।


কলকাতা, ৯ জানুয়ারি:- দেশ বিদেশের অতিথি ও বিশিষ্ট ব্যাক্তিদের উপস্থিতিতে নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ জি-২০ ফাইন্যান্সিয়াল ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু হয়েছে। আর্থিক অগ্রগতি ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ডিজিটাল লেনদেনের দরজা আরও ভালোভাবে মানুষের সামনে খুলে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে এক আলোচনা চক্রের মধ্যে দিয়ে বৈঠক শুরু হয়। আলোচনার সূচনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেশ বিদেশের অতিথিদের স্বাগত জানিয়ে বলেন রাজ্যে এই জি -২০ বৈঠকের আয়োজন করতে পেরে তিনি আনন্দিত।

এবারের জি-২০ সম্মেলনের মূল ভাবনা বসুধৈব কুটাম্বকমকে সমর্থন করে মুখ্যমন্ত্রী বলেন তিনি সীমানায় বিশ্বাস করেন না। সামগ্রিক ভাবে মানুষের উন্নয়ন ছাড়া বিশ্বের উন্নয়ন সম্ভব নয়। তার সরকার মানুষের উন্নয়নে মানবিক মুখ নিয়ে কাজ করছে। সমাজের পিছিয়ে পড়া অংশ মহিলাদের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ই গভর্নেন্স ও ডিজিটাল লেনদেন বাড়াতে সরকারের বিভিন্ন পদক্ষেপ তিনি তুলে ধরেন। রাজ্যের শিল্প সম্ভাবনার দিকটিও মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে তুলে ধরেন। এই আলোচনার অঙ্গ হিসেবে দুটি প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। ১২ জন আর্থিক বিশেষজ্ঞ আন্তর্জাতিক স্তরের বক্তা আলোচনায় অংশ নেন। এর পাশাপাশি উদ্ভাবনী আর্থিক পণ্য নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আজ বৈঠক শেষে অতিথিদের নিয়ে গঙ্গাবক্ষে ক্রুজে নৈশ ভোজের আয়োজন করা হয়েছে।